ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

সৌদির স্কুলে নাস্তিকতা ও বিচ্ছিন্নতাবাদ প্রতিরোধে নয়া কৌশল

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
সৌদির স্কুলে নাস্তিকতা ও বিচ্ছিন্নতাবাদ প্রতিরোধে নয়া কৌশল ছবি: সৌদি আরবের স্কুল শিক্ষার্থীরা বিশেষ পাঠ নিচ্ছেন (সংগৃহীত)

সৌদি আরবের শিশুদের মধ্যে ভবিষ্যতে যেন পাশ্চাত্য ভাবধারা, নাস্তিক্যবাদ, বিচ্ছিন্নতাবাদ ও ধর্মনিরপেক্ষতার মতো মতবাদ প্রভাব না ফেলে সে জন্য নতুন একটি পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি।

সৌদি আরবের শিশুদের মধ্যে ভবিষ্যতে যেন পাশ্চাত্য ভাবধারা, নাস্তিক্যবাদ, বিচ্ছিন্নতাবাদ ও ধর্মনিরপেক্ষতার মতো মতবাদ প্রভাব না ফেলে সে জন্য নতুন একটি পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি।

মূলত এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, ভবিষ্যতে দেশটির আদর্শগত ভাবধারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য।

তাদের দাবি, শিশুদের মধ্যে কখনও যেন আইএস এবং আল কায়েদার মতো বিচ্ছিন্নতাবাদী মনোভাব গড়ে না উঠে তারও প্রচেষ্টা রয়েছে নতুন কর্মসূচির আওতায়।  

২০১৫ সাল থেকে স্কুল শিক্ষার্থীরা যেন পথভ্রষ্টদের আচরণ রপ্ত করতে না পারে সেজন্য সৌদি সরকার ধর্মীয় এবং নৈতিক শিক্ষায় তাদের অভ্যস্ত করার প্রয়াস চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শিশু শিক্ষার্থীদের জন্য আরও একটি শিক্ষামূলক কার্যক্রম হাতে নেওয়া হলো।  

সৌদি আরবের সংবিধান সরকারি আইন এবং কার্যক্রমের জন্য সুন্নি ইসলামকে স্বীকৃতি দেয়। সংবিধানে আছে সৌদি আরব সম্পূর্ণ সার্বভৌম একটি রাষ্ট্র, যার ধর্ম ইসলাম। আল্লাহ প্রেরিত পবিত্র কোরআন সৌদি আরবের প্রকৃত শিক্ষা।

এসব দিক বিবেচনা করে সৌদি কর্তৃপক্ষ স্কুলের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করে তাদের আদর্শিক নিরাপত্তা দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে।

-দ্য মুসলিম টাইমস অবলম্বনে

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।