ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

বিজয় দিবসে ইসলামিক ফাউন্ডেশনে দোয়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
বিজয় দিবসে ইসলামিক ফাউন্ডেশনে দোয়া

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল...

ঢাকা: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এই দোয়া-মাহফিল হয়েছে।

এ সময় মুক্তির সংগ্রামে শাহাদাতবরণকারী সব শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া হয়।

মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা এহসানুল হক। মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এছাড়া সকালে ইসলামিক ফাউন্ডেশন কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বায়তুল মুকাররম সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ফাউন্ডেশনের সাবেক পরিচালক মু. হারুনুর রশীদ, পরিচালক মুহাম্মদ তাহের হোসেন, ইসলামিক ফাউন্ডেশন কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমদ ও সহ-সভাপতি মো. আব্দুল মবিন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।