ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাঁকড়া খেয়ে প্রাণ গেল তরুণীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
কাঁকড়া খেয়ে প্রাণ গেল তরুণীর প্রতীকী ছবি

সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে রেস্টুরেন্টের কাঁকড়া খেয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। কাঁকড়া খেয়ে অ্যালার্জিজনিত কারণে শ্বাসকষ্ট শুরু হয় তার।

তারপর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।  

ভারতের দিঘার সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার শুক্রবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে।  

খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাটের হাটতলায় বাসিন্দা ঋত্বিকা ভগত (১৮) বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) পরিবারের সঙ্গে দিঘায় ঘুরতে যান। সৈকতে ঘোরার পর স্থানীয় সময় ওইদিন রাতে একটি হোটেলে খেতে যান তারা। সে সময়ই সামান্য কাঁকড়া খেয়েছিলেন তিনি।  

শুক্রবার ভোর থেকে আচমকা শ্বাসকষ্ট শুরু হয় ঋত্বিকার। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।