ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নৌকা উল্টে মাদ্রাসার ২৯ শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
নাইজেরিয়ায় নৌকা উল্টে মাদ্রাসার ২৯ শিক্ষার্থীর মৃত্যু

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে কানো রাজ্যে নৌকা উল্টে গিয়ে ২৯ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর দিয়েছে।

 

নৌকাটি একটি মাদ্রাসা থেকে ৪০ শিক্ষার্থী নিয়ে ওয়াতারি বাঁধের দিকে যাচ্ছিল। এসব শিক্ষার্থীর অধিকাংশের বয়স ১৮ বছরের নিচে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় সেটি নদীতে উল্টে যায়।

কানো রাজ্যের ফায়ার সার্ভিসের মুখপাত্র সামিনু ইউসুফ আব্দুল্লাহি বলেন, উদ্ধারকারীরা ২৯টি মরদেহ তীরে নিয়ে এসেছেন। এখন পর্যন্ত আমরা যা জানতে পেরেছি, তাতে নৌকাটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল।
স্থানীয় সরকারি কর্মকর্তা আমিনু বেল্লো গোগোরি বলেন, এ পর্যন্ত ছয় ছাত্রকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।


বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।