ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর গুলিতে ৩ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর গুলিতে ৩ শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের মিশিগানের অক্সফোর্ডের একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় এক শিক্ষকসহ আটজন আহত হয়েছেন।

 
 
স্থানীয় সময় মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

খবর সিএনএন

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকধারীর গুলিতে তিন ছাত্র মারা ও আটজন আহত হওয়ার পর ১৫ বছর বয়সী এক কিশোরকে হেফাজতে রাখা হয়েছে।  

স্থানীয় পুলিশ কর্মকর্তা মাইকেল ম্যাকক্যাব সংবাদ সম্মেলনে জানান, এ ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে। নিহতরা অক্সফোর্ড স্কুলের ১৬ বছর বয়সী এক ছেলে শিক্ষার্থী, ১৪ ও ১৭ বছর বয়সী দু’জন মেয়ে শিক্ষার্থী।  


তিনি আরও বলেন, গুলিবিদ্ধ আটজনের মধ্যে একজন শিক্ষক বলে মনে করা হচ্ছে। আটজন আহতের মধ্যে বর্তমানে দুজনের অস্ত্রোপচার চলছে এবং বাকি ছয়জনের অবস্থা স্থিতিশীল রয়েছে।  

ম্যাকক্যাব বলেন, আমি মনে করি এটি প্রত্যেক পিতামাতার সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন।

গভর্নর গ্রেচেন হুইটমার বলেছেন, স্কুলে গুলি চালানো একটি অনন্য আমেরিকান সমস্যা যা আমাদের সমাধান করা দরকার।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরের পর জরুরি সহায়তা নম্বরে শতাধিক ফোন আসে। জানানো হয়, প্রায় পাঁচ মিনিট ধরে ১৫ থেকে ২০টি গুলি চালানো হয়। ফোন পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ওই বন্দুকধারীকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।