ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মংডুসহ সীমান্তের ২৭০ কি.মি. আরাকান আর্মির দখলে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
মংডুসহ সীমান্তের ২৭০ কি.মি. আরাকান আর্মির দখলে

আরাকান আর্মি রবিবার মংডু টাউনশিপ দখলের পর মিয়ানমার-বাংলাদেশের ২৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মিয়ানমার অংশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।

আরাকান আর্মি জানিয়েছে, কয়েক মাসের সংঘর্ষের পর রবিবার সকালে মংডু শহরের বাইরে অবস্থিত জান্তার শেষ সীমান্ত ঘাঁটি, বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন নং ৫, দখল করে নিয়েছে তারা।

আরাকান আর্মি আরও জানায়, তারা আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ), আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা), এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সাথে লড়াই চালিয়ে যাচ্ছে।

রাখাইন গণমাধ্যম জানিয়েছে, সোমবার মংডু যুদ্ধের পরে আরাকান আর্মি ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনসহ জান্তার সৈন্য এবং প্রায় ৮০ জন রোহিঙ্গা বিদ্রোহীকে আটক করেছে।

মংডু দখলের জন্য আরাকান আর্মি মে মাসের শেষ দিকে অভিযান শুরু করে এবং ছয় মাসের মধ্যে টাউনশিপটির পুরো নিয়ন্ত্রণ গ্রহণ করলো।

আরাকান আর্মি এখন মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী তিনটি টাউনশিপ – মংডু, বুথিডং (রাখাইন রাজ্যে) এবং পলেটওয়া (চিন রাজ্যে) – সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে।

জাতিসংঘ গত মাসে জানিয়েছে, রাখাইনে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে, যেখানে জান্তা সড়ক ও জলপথ অবরোধ করে খাদ্য, জ্বালানি ও ওষুধ, এমনকি আন্তর্জাতিক মানবিক সহায়তার প্রবাহ বন্ধ করে দিয়েছে।

আরাকান আর্মি এখন দক্ষিণ রাখাইনের গওয়া, তাউংউপ, এবং আন্ন টাউনশিপ দখলের জন্য লড়াই চালাচ্ছে। তারা আন্ন টাউনশিপের বেশিরভাগ অংশ এবং ৩০টির বেশি জান্তার ঘাঁটি ও অবস্থান দখল করেছে।

আরাকান আর্মি রাখাইনের ১৭টির মধ্যে প্রায় ১৩টি টাউনশিপ এবং পার্শ্ববর্তী চিন রাজ্যের পলেটওয়া টাউনশিপ দখল করেছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ১০,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।