ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটিশ উপনিবেশ থেকে বেরিয়ে এলো বার্বাডোস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
ব্রিটিশ উপনিবেশ থেকে বেরিয়ে এলো বার্বাডোস ছবি: সংগৃহীত

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে আনুষ্ঠানিকভাবে সরকার প্রধানের পদ থেকে সরালো বার্বাডোস। এর ফলে ব্রিটিশ উপনিবেশ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হলো দেশটি।

মঙ্গলবার (৩০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

জানা গেছে, ব্রিটিশ উপনিবেশ থেকে সম্পূর্ণ বেরিয়ে গিয়ে রিপাবলিক পরিণত হলো বার্বাডোস। বার্বাডোসের রাজধানী ব্রিজটাউনে সোমবার মধ্যরাতে সে দেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকীতে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডেম স্যান্ড্রা ম্যাসন।

এলিজাবেথকে সরকার প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে প্রায় ৪০০ বছরের উপনিবেশের অবশিষ্ট অংশও শেষ করেছে দেশটি।

আরও পড়ুন: রানি এলিজাবেথকে সরিয়ে দিচ্ছে বারবাডোজ

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।