ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পদত্যাগ করেছেন টুইটারের সিইও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
পদত্যাগ করেছেন টুইটারের সিইও

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন জ্যাক ডরসি।

সোমবার (২৯ নভেম্বর) রাত ৯টা ৪৮ মিনিটে টুইট করে এ তথ্য জানান ডরসি।

 

মঙ্গলবার (৩০ নভেম্বর) এ খবর দিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু।

খবরে বলা হয়, সোমবার জ্যাক ডরসি টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেছেন, যা খুব দ্রুতই কার্যকর হবে।

টুইটে একটি ইমেলের স্ক্রিনশট যুক্ত করে ডরসি লিখেছেন, আমি নিশ্চিত নই আপনারা শুনেছেন কিনা, কিন্তু আমি টুইটার থেকে পদত্যাগ করেছি।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।