ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কচ্ছপের মাংস খেয়ে ৭ জনের মৃত্যু!  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
কচ্ছপের মাংস খেয়ে ৭ জনের মৃত্যু!  

আফ্রিকার দেশ তানজানিয়াতে বিষাক্ত কচ্ছপের মাংস খেয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও আছে।

এছাড়া আরও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছে।  

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (২৯ নভেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, তানজানিয়ার দ্বীপ এবং উপকূলীয় এলাকায় বসবাসকারীদের কাছে কচ্ছপের মাংস একটি সাধারণ খাবার। কর্তৃপক্ষ এখন এলাকায় কচ্ছপ খাওয়া নিষিদ্ধ করেছে।

বিরল ক্ষেত্রে চেলোনিটক্সিজম নামে পরিচিত এক ধরনের খাদ্য বিষক্রিয়ার কারণে কচ্ছপের মাংস বিষাক্ত হতে পারে। এর সঠিক কারণ জানা যায়নি।  তবে বিষাক্ত শেওলার সঙ্গে এর সম্পর্ক আছে বলে মনে করা হয়।  

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।