ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় প্রথম নারী প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, জুন ২৪, ২০১০

Ausক্যানবেরা: অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জুলিয়া গিলার্ড। তিনি কেভিন রুড-এর স্থলাভিষিক্ত হলেন।



জুলিয়া গিলার্ড এর আগে উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার সকালে লেবার পার্টির ১১২ জন পার্লামেন্ট সদস্য তাঁর পক্ষে ভোট দেন। এ সময় উপপ্রধানমন্ত্রীর নির্বাচিত হন অর্থমন্ত্রী ওয়েইন সোয়ান।

কেভিন রুডের উত্তরাধিকারী জুলিয়া গিলার্ড জানান, সরকার পথ হারিয়ে ফেলেছিল এবং তিনি চলতি বছরের সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে সরকারের পথ চলাকে দৃঢ় করবেন বলে অঙ্গীকার করেন।

কেভিন রুড বিব্রতকর পরাজয়ের মুখোমুখি হবেন এটা জেনেই তিনি নির্বাচনে অংশ নেন।

ওয়েলস এর ব্যারি আইল্যান্ডে জুলিয়া গিলার্ড-এর জন্ম। চার বছর বয়সে পরিবারের সঙ্গে তিনি অস্ট্রেলিয়ায় চলে আসেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০৩৯ ঘণ্টা, জুন ২৪, ২০১০
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।