ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে লকডাউন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে লকডাউন ঘোষণা ছবি: সংগৃহীত

‘নিরাপত্তার হুমকি’ থাকায় যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে লকডাউন ঘোষণা করা হয়েছে।  

সোমবার (১৮ জানুয়ারি) এ লকডাউন ঘোষণা করা হয়।

বিবিসির খবরে বলা হয়, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার মাত্র দুদিন আগে নিরাপত্তার হুমকির অজুহাতে এমন সিদ্ধান্ত নেওয়া হলো।

এর আগে ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালালে এতে ৫ জনের মৃত্যু হয়। এ ঘটনা ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন।

শপথ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর হাজারো সদস্যকে।

ক্যাপিটলের কর্মীদের কাছে প্রচারিত একটি সতর্ক বার্তায় জানানো হয়েছে যে, ক্যাপিটল হিল লকডাউন করা হয়েছে। এখানে কেউ ঢুকতেও পারবে না এবং এখান থেকে কেউ বেরও হতে পারবে না।

এদিকে বুধবার (২০ জানুয়ারি) শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে যেন দেশজুড়ে কোনো সহিংসতা হতে না পারে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেবেন।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।