ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ডিআর কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
ডিআর কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ৪৬ ছবি: সংগৃহীত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) উত্তরপূর্ব অংশে বিদ্রোহী গ্রুপের হামলায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভয়াবহ এ হামলা চালানো হয়।

খবর আনাদুলু এজেন্সির।

উগান্ডার বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। যাদের বিরুদ্ধে প্রায় ৬ বছর ধরে যুদ্ধ করছে কঙ্গোর সেনারা।

কঙ্গোর স্বর্ণ সমৃদ্ধ ইতুরি প্রদেশের প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী আদিও গিদি বলেন, আমরা এডিএফ-এর হামলা সম্পর্কে জেনেছি। তাদের হামলায় ৪৬ জনের মতো মারা গেছে। ঘটনাস্থলে শুক্রবার (১৫ জানুয়ারি) সেনা সদস্যদের পাঠানো হয়েছে।

ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত তিনটি দেশ উগান্ডা, রুয়ান্ডা ও বুরুন্ডিতে শতাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। সম্প্রতি বেনি অঞ্চলে চালানো হামলায়ও ২২ জনের মতো মারা গিয়েছিল। বিশেষ করে দেশটির বেনি, ইরুমু ও মামবাসা অঞ্চল এক বছরের বেশি সময় ধরে এডিএফ-এর হামলার লক্ষ্যবস্তু হয়ে ওঠেছে।

উগান্ডার এডিএফ বিদ্রোহীরা বেশ কয়েকবছর ধরে কঙ্গোর পূর্বাঞ্চলে হামলা চালিয়ে বেসামরিক লোকজন এবং জাতিসংঘের কর্মকর্তাদের হত্যা করছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।