ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

উড়োজাহাজের কর্মীদের ডায়াপার পরার নির্দেশ দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
উড়োজাহাজের কর্মীদের ডায়াপার পরার নির্দেশ দিল চীন

উড়োজাহাজের কর্মীদের ডায়াপার পরার নির্দেশনা জারি করেছে চীন। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় রুটের ক্ষেত্রেই এই নির্দেশনা প্রযোজ্য।

খবর বিবিসির।

জানা গেছে, করোনা ঝুঁকি প্রতিরোধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে উড়োজাহাজের টয়লেট ব্যবহার না করার নির্দেশনাও দেওযা হয়েছে।

বিবিসি জানিয়েছে, উড়োজাহাজের কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সম্পর্কিত একটি অংশে ডায়াপার পরার এ নির্দেশ দেওয়া হয়। তবে বিমানের পাইলট ও সহকারী পাইলটকে ডায়াপার পরতে হবে না। তাদের শুধু মাস্ক ও চশমা পরলেই হবে। এছাড়া বিমানের কেবিনে পর্দা দিয়ে ভাগ করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।