ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

এবার করোনায় আক্রান্ত ট্রাম্প জুনিয়র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
এবার করোনায় আক্রান্ত ট্রাম্প জুনিয়র ট্রাম্প জুনিয়র

করোনা ভাইরাসের (কোভিড-১৯) তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। প্রাণঘাতী এই ভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

 

শনিবার (২১ নভেম্বর) বার্তা সংস্থা সিএনএনকে এই তথ্য জানিয়েছেন ট্রাম্প জুনিয়রের ব্যক্তিগত মুখপাত্র।

ট্রাম্পের ছেলের মুখপাত্র বলেন, সপ্তাহের শুরুতে করোনায় আক্রান্ত হন (ট্রাম্প পুত্র)। এরপর থেকে তিনি নিজ কেবিনে কোয়ারেন্টিনে আছেন।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ট্রাম্পপুত্র অ্যাসিম্পটোমেটিক (উপসর্গহীন) এবং করোনা চিকিৎসার সব ধরনের নির্দেশিকা মেনে চলছেন।

বার্তা সংস্থা ব্লুমবারগ সর্বপ্রথম ট্রাম্পপুত্রের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছে।

এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প, তাদের ছোট ছেলে ব্যারন।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।