ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তৃতীয় গ্রিন এনার্জি সভার উদ্বোধন ২৬ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
তৃতীয় গ্রিন এনার্জি সভার উদ্বোধন ২৬ নভেম্বর আগামী ২৬ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল এই আয়োজনের উদ্বোধন করবেন।

শুরু হতে যাচ্ছে তৃতীয় গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টমেন্ট মিটিং এবং এক্সপো (আরই-ইনভেস্ট)। আগামী ২৬ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল এই আয়োজনের উদ্বোধন করবেন।

উদ্বোধনী অধিবেশনে যুক্তরাজ্যের বাণিজ্য, জ্বালানি ও শিল্প কৌশল সম্পর্কিত মন্ত্রী এবং ডেনমার্কের জ্বালানি, উপযোগ ও জলবায়ু মন্ত্রীও অংশ নেবেন এবং স্বাগত বক্তব্য রাখবেন।

এ বিষয়ে ভারতের জ্বালানী মন্ত্রী আর কে সিং জানিয়েছেন, এবারের আয়োজনটি আগের দুটি আয়োজনের সাফল্যের ভিত্তিতে করা হচ্ছে। এটি ভারতে বিনিয়োগের জন্যও আন্তর্জাতিকভাবে প্রচারের কাজ করবে।

এবারের আয়োজনে নবায়নযোগ্য এবং ভবিষ্যতের জ্বালানী সম্পর্কে দুই দিনের ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উদ্যোক্তা, পরিবেশক, বিনিয়োগকারী এবং শক্তি খাতে নতুন মাত্রা উদ্ভাবকদের একটি প্রদর্শনী অন্তর্ভুক্ত থাকবে।

ইভেন্টটিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৮০ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তাসহ ২০০ জনের বেশি বক্তা বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখবেন। এছাড়া প্রায় ১০০টি প্রতিষ্ঠানের কার্যক্রমের উপর একটি প্রদর্শনী স্থান পাবে এই আয়োজনে।

তথ্যসূত্র: এমএসএন

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।