ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সুফিবাদ নিয়ে কাশ্মীরে সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
সুফিবাদ নিয়ে কাশ্মীরে সম্মেলন অনুষ্ঠিত

নিজেদের অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে উপত্যকায় সুফিবাদ নিয়ে দুই দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে জম্মু ও কাশ্মীর প্রশাসন।

‘মেহফিল-ই-সামা’ শিরোনামে ওই সম্মেলনে উপত্যকার খ্যাতনামা সুফি গায়করা সুফিধারার সঙ্গীত পরিবেশন করেন।

লেখক, কবি, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা আয়োজনে উপস্থিত হয়েছেন। সুফিধারার লেখক ইসহাক বুখারি বলেন, সুফিধারার বার্তা ছড়িয়ে দিতে নিয়মিত এ ধরনের আয়োজন দরকার।

তিনি আরো বলেন, ভারতসহ সারাবিশ্বে এই ধারার মতাদর্শ ছড়িয়ে দিতে নিয়মিত আয়োজন রাখা দরকার। এই পথে থাকলে বাইরের জগতের নানা ধরনের সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে।

সূত্র : ইন্ডিয়া ব্লুমস

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।