ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নিউ হ্যাম্পশায়ার প্রাইমারি নির্বাচনে বিজয়ী স্যান্ডার্স

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
নিউ হ্যাম্পশায়ার প্রাইমারি নির্বাচনে বিজয়ী স্যান্ডার্স বার্নি স্যান্ডার্স। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থীদের প্রাইমারিতে বিজয়ী হয়েছেন বার্নি স্যান্ডার্স।

বুধবার (১২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নিউ হ্যাম্পশায়ারে ডেমোক্র্যাটদের প্রাইমারি নির্বাচন হয়।

এতে প্রায় ২ লাখ ৮০ হাজার ডেমোক্র্যাট ভোটার অংশ নেন। ২৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন স্যান্ডার্স।

ভোটের ফলাফলের পর নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারে একে ‘বিশাল বিজয়’ আখ্যা দিয়ে সমর্থকদের ধন্যবাদ দেন তিনি। এছাড়া মঙ্গলবার রাতকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শেষের শুরু’ বলে ঘোষণা দেন স্যান্ডার্স।

ভোটের ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছেন পিট বাটিগিগ। অন্যদিকে ভরাডুবি হয়েছে জো বাইডেনের। এর আগে আইওয়ার প্রাইমারি নির্বাচনেও পিছিয়ে ছিলেন বাইডেন।

চলতি বছরের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।