ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫ আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত এক মিলিটারি একাডেমিতে আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এতে বলা হয়, মঙ্গলবার সকালে কাবুলে অবস্থিত ‘দ্য মার্শাল ফাহিম মিলিটারি একাডেমি’ নামে সরকার পরিচালিত একটি প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র নাসরাত রাহিমি জানান, এ ঘটনায় তিন সামরিক কর্মকর্তা ও দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া পাঁচ বেসামরিক নাগরিকসহ ১২ জন আহত হয়েছেন।

এখনো কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।