ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানি যাত্রীবাহী জাহাজে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৬৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
জাপানি যাত্রীবাহী জাহাজে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৬৬ কোয়ারেন্টাইনে রাখা জাপানি যাত্রীবাহী জাহাজে। ছবি: সংগৃহীত

জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে রাখা জাপানি যাত্রীবাহী জাহাজে আরও ৬৬ ব্যক্তি নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছে। এ নিয়ে ওই জাহাজে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩৬।

সোমবার (১০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

এক সপ্তাহ ধরে কোয়ারেন্টাইনে রয়েছে জাপানি যাত্রীবাহী জাহাজ ‘ডায়মন্ড প্রিন্সেস’।

এখনো যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা চলছে। করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৬৬ জনের বিষয়ে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ‘আক্রান্তের সংখ্যা বেড়েছে মানে এই না যে আমাদের কোয়ারেন্টাইন কাজ করছে না। আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়বে এটা অপ্রত্যাশিত ছিল না, কারণ কোয়ারেন্টাইনে রাখার আগে যাত্রীরা একে অপরের সংস্পর্শে ছিলেন। ’

কোয়ারেন্টাইনে রাখা জাপানি জাহাজ।  ছবি: সংগৃহীতচীনের মূল ভূখণ্ডের বাইরে নতুন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি এ জাহাজে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জাপান ছাড়াও চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, তাইওয়ান, ফিলিপাইন ও আর্জেন্টিনার নাগরিক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।