ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

এবার করোনা ভাইরাসে আক্রান্ত ৩০ ঘণ্টার শিশু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
এবার করোনা ভাইরাসে আক্রান্ত ৩০ ঘণ্টার শিশু

চীনের হুবেই প্রদেশের উহানে জন্মের ৩০ ঘণ্টা পর এক শিশু নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। নভেল করোনা ভাইরাসে আক্রান্ত এ শিশুটিই সবচেয়ে কমবয়সী।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য জানায়।

গত বছরের শেষের দিকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে ইতোমধ্যে প্রায় ৫০০ এর কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে

সংবাদ সংস্থা সিসিটিভি বিশেষজ্ঞের বরাত দিয়ে জানায়, এটা হয়তো ‘ভার্টিক্যাল ট্রান্সমিশন’ এর কারণে হয়েছে। গর্ভে থাকা অবস্থায় অথবা জন্মের ঠিক কিছু সময় পরেই মায়ের মাধ্যমে শিশুটি আক্রান্ত হয়েছে। শিশুটি জন্ম দেওয়ার পূর্বেই মা নভেল করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এ ভাইরাসে আক্রান্ত সবচেয়ে বেশি বয়সী রোগীর বয়স হলো ৯০ বছর। আর এ রোগে আক্রান্ত ৬০ বছরের বেশি যাদের বয়স তাদের ৮০ শতাংশের মৃত্যু হয়েছে।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে উৎপত্তি হওয়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অন্য দেশগুলোতেও দেখা যাচ্ছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৯০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও  ২০ হাজার ৫০০ জন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।