ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

১০ মিনিটে বিয়ে সেরে করোনা আক্রান্তদের পাশে গেলেন ডাক্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
১০ মিনিটে বিয়ে সেরে করোনা আক্রান্তদের পাশে গেলেন ডাক্তার

চীনে বাড়ছে করোনা ভাইরাসের দাপট। বাড়ছে মৃত্যুর সংখ্যা। এমন অবস্থায় কোনো ডাক্তার কি আর বসে থাকতে পারেন বা পারিবারিক কাজের অজুহাত দিয়ে দূরে সরে থাকতে পারেন? 

পারেননি চীনের এক ডাক্তার। নিজের বিয়ের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে তাই হাসপাতালে ফিরে গেছেন করোনা আক্রান্তদের পাশে।

 

চায়না টাইমস জানাচ্ছে, গত ৩০ জানুয়ারি বিয়ের তারিখ ছিল লি ঝিকিয়াং নামের ওই চিকিৎসকের। কিন্তু হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার রোগীরা। তাই মাত্র ১০ মিনিটেই শেষ করেন বিয়ের আনুষ্ঠানিকতা। ছুটে যান হাসপাতালে।  

লি ঝিকিয়াং শানডং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় হাসপাতালে কর্মরত। বরের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন স্ত্রী ইয়ু হোংগ্যান।  

চীনের সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের ছবি ভাইরাল হয়ে গেছে। ছবিতে নবদম্পতিকে দেখা যাচ্ছে মুখে মাস্ক পরা অবস্থায়।

চীনে এ পর্যন্ত প্রায় ৫০০ মানুষ করোনা ভাইরাসের সংক্রমণে মারা গেছেন। এ ভাইরাস ছড়িয়ে পড়েছে ভারত, ব্রিটেন, রাশিয়াসহ ২০টি দেশে। চীনের যেসব শহরে সংক্রমণের হার বেশি সে শহরগুলোকে কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে। বহু দেশই চীনে ভ্রমণ নিষিদ্ধ করেছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।