ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় মারা যাওয়া ৮০ শতাংশের বয়স ৬০ বছরের বেশি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
করোনায় মারা যাওয়া ৮০ শতাংশের বয়স ৬০ বছরের বেশি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৮০ শতাংশ রোগীর বয়স ৬০ বছরের বেশি। আর এর মধ্যে অন্তত দুই-তৃতীয়াংশ পুরুষ বলে জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য কমিশনের সহকারী পরিচালক জিয়াও ইয়াহুই জানান, ভাইরাসের কেন্দ্রস্থল হুবেই প্রদেশে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৩ দশমিক ১ শতাংশ, যা চীনজুড়ে ২ দশমিক ১ শতাংশ।

করোনা ভাইরাসে চীনে এখন পর্যন্ত ৪২৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৮০ শতাংশ রোগীর বয়স ৬০ বছরের বেশি।

মারা যাওয়াদের মধ্যে দুই-তৃতীয়াংশ পুরুষ বলেও জানান জিয়াও।

এইকসঙ্গে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হিসেবে প্রাথমিক পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা বা হাসপাতাল না থাকার কথা উল্লেখ করেন তিনি।

এক মাস বয়সী এক শিশুর আক্রান্ত হওয়া ছাড়া, আক্রান্ত অধিকাংশ বয়স্ক বলে জানান স্বাস্থ্য কমিশনের এ কর্মকর্তা। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।  

জিও আরো জানান, করোন ভাইরাসে আক্রান্ত একেকজন রোগীকে পূর্ণ সুস্থ করে তুলতে চীনের গড়ে অন্তত নয় দিন সময় প্রয়োজন। তবে হুবেই প্রদেশের ক্ষেত্রে তা বিশ দিন। কারণ এখানে সর্বাধিক মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শেষ খবর পর্যন্ত চীনে ২০ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাসটি চীনের বাইরে আরো অন্তত ২৫টি দেশ ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্ত আছেন আরো প্রায় দুইশ জন।

তবে চীনের বাইরে ফিলিপাইন ও হংকংয়ে করোনা ভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে। তারা দুইজন পুরুষ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।