ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
ইরানে পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে ভূমিকম্প

ইরানের দাসতেস্তান প্রদেশের বুশেহর প্রদেশের বোরাজজান অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। 

বুধবার (৮ জানুয়ারি) বোরাজজান শহরের ১০ কিলোমিটার দক্ষিণপূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

 

ইরাকের দুটি মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই এ ভূমিকম্পের ঘটনা ঘটলো। তবে এটিকে প্রাকৃতিক ভূমিকম্প বলে উল্লেখ করা হয়েছে।  

খবরে বলা হয়, বুধবার বোরাজজানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এটির মাত্রা ছিল ৫.১।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।  

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।