ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পুয়ের্তো রিকোতে ৫.৮ মাত্রার ভূমিকম্প, ভূমিধস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
পুয়ের্তো রিকোতে ৫.৮ মাত্রার ভূমিকম্প, ভূমিধস পুয়ের্তো রিকোতে ভূমিকম্প

মধ্য আমেরিকার পুয়ের্তো রিকোতে পাঁচ দশমিক আট মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বিভিন্ন এলাকায় ভূমিধসের খবর জানানো হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ সংবাদ জানায়।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভিস জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৩২ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পটির উৎপত্তিস্থল দেশটির ১২ কিলোমিটার দক্ষিণে ক্যারিবীয় সাগরে।

তবে সাগরে এ ভূমিকম্পের কারণে কোনো প্রকার সুনামির আশঙ্কা নেই বলে জানান ইউএস জিওলজিক্যাল সার্ভিসের কর্মকর্তারা।

ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও দেশটির বিভিন্ন স্থানে ভূমিধসের ফলে সড়ক চলাচল বন্ধ হয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীর সূত্রে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এদিকে দেশটির দক্ষিণের পনস শহরের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক পরিচালক অ্যাঞ্জেল ভাজকজ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, ভূমিকম্পের ফলে দেশটির বিদ্যুৎ সরাবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে।

তিনি বলেন, ২৮ ডিসেম্বরের পর দেশটিতে শুরু হওয়া ক্রমাগত ভূমিকম্পের মধ্যে এটি অন্যতম শক্তিশালী।

এর আগে ২৮ ডিসেম্বর রাতে পুয়ের্তো রিকোতে পাঁচ দশমিক এক মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে বিভিন্ন সময় ক্রমাগত স্বল্প মাত্রার ভূমিকম্প দেশটিতে আঘাত হানতে থাকে।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।