ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

১ দশমিক ৪০ রুপিতে মিলছে এক কেজি পেঁয়াজ! 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
১ দশমিক ৪০ রুপিতে মিলছে এক কেজি পেঁয়াজ!  পেঁয়াজ

ঢাকা: এশিয়ার বৃহত্তম পেঁয়াজের পাইকারি বাজার ভারতের মহারাষ্ট্রে। সেখানকার বাজারে এবার দর পড়েছে পেঁয়াজের। মাত্র ১ দশমিক ৪০ রুপিতে মিলছে এক কেজি পেঁয়াজ। ক্রেতাদের কাছে স্বস্তির হলেও পেঁয়াজের এ দামে কপালে হাত পড়েছে মহারাষ্ট্রের কৃষকদের। 

রোববার (২ ডিসেম্বর) এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ জানান রাজ্যটির নাশিক জেলার কৃষক সঞ্জয় শাঠে।  

২০১০ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারত সফর করেছিলেন।

তখন দেশটির কৃষি মন্ত্রণালয় ওবামার সঙ্গে দেখা করার জন্য যেসব ‘সফল কৃষক’দের বাছাই করেছিল তাদের একজন তিনি।

পেঁয়াজ বিক্রি করে লাভের মুখ না দেখায় ক্ষোভ প্রকাশ করে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে  (পিটিআই) তিনি বলেন, এ মৌসুমে আমি ৭৫০ কেজি পেঁয়াজ উৎপাদন করেছি। কিন্তু গত সপ্তাহে পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি করতে গেলে পাইকারি ব্যবসায়ীরা কেজি প্রতি পেঁয়াজের দাম বলেন ১ রুপি। শেষ পর্যন্ত দর কষাকষি করে প্রতি কেজি ১ দশমিক ৪০ রুপি দামে সব পেঁয়াজ বিক্রি করে পেয়েছি মাত্র ১ হাজার ৬৪ রুপি।  

তিনি আরও বলেন, এটা আসলে খুবই দুঃখজনক।  চার মাসের অক্লান্ত পরিশ্রমের পর এই সামান্য অর্থ পেয়েছি। তাই প্রতিবাদ জানাতে পুরোটাই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠিয়ে দিয়েছি। মানি অর্ডার করে পাঠাতে বাড়তি ৫৪ রুপি খরচ হয়েছে।  

সঞ্জয় শাঠে বলেন, আমি কোনো দল করি না। কিন্তু সরকারের উদাসীনতা আর সহ্য করতে পারছি না।

ভারতের ৫০ শতাংশ পেঁয়াজ উৎপাদন হয় উত্তর মহারাষ্ট্রের নাশিকেই।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এপি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।