ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু

মার্কিন কংগ্রেসের ক্ষমতার ভারসাম্য নির্ধারণের এবং ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ ক্ষমতার আকার নির্ধারণের জন্য মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল থেকে শুরু হয়েছে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ।

এই নির্বাচনে প্রথম ভোটগ্রহণ শুরু হয়েছে মাইনের পূর্ব উপকূল রাজ্য, নিউ হ্যাম্পশায়ার, নিউ জার্সি, নিউইয়র্ক এবং ভার্জিনিয়ায়।  

২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের জয়লাভের করার পর রিপাবলিকান এবং এর কঠোর নীতির বিরুদ্ধে এটিই হচ্ছে প্রথম গণভোট।

 আবার বলা হচ্ছে, এটি ডেমোক্র্যাটদের জন্যে একটি পরীক্ষাও।   

এ ভোটে দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর সব কয়টি, অর্থাৎ ৪৩৫টি আসনের প্রতিনিধি নির্বাচিত হবেন। এছাড়া, উচ্চকক্ষ সিনেটের ১শ’টি আসনের মধ্যে এদিন ভোট হবে ৩৫টিতে। পাশাপাশি ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩৬টির গভর্নর নির্বাচন করবেন ভোটাররা।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীরা ২৩ আসনে জয়লাভ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। যার ফলে রিপাবলিকানরা কোণঠাসা হয়ে থাকবে।  

অন্যদিকে রিপাবলিকানরা সিনেটে অল্প সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার আশা করছে।  

বাংলাদেশ সময়: ০৩০৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।