ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গর্বের সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গ করবে ইরান: রুহানি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
গর্বের সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গ করবে ইরান: রুহানি নিষেধাজ্ঞার প্রতিবাদ করছে ইরানের লোকজন, ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করলেও ইরান তেল বিক্রি চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

ইরানের অর্থনৈতিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, আমরা গর্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভঙ্গ করবো।

ট্রাম্প প্রশাসন ২০১৫ সালে ইরানের পরমাণু চুক্তির পর যেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল, তা পুনর্বহাল করার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন হাসান রুহানি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ইউরোপীয় যে দেশগুলো ইরানের পরমাণু কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণে রাখার জন্য পরিকল্পিত চুক্তির অংশ হিসেবে রয়েছে, তারা বলছে, এ নিষেধাজ্ঞা উপেক্ষা করতে সহায়তা করবে। কিন্তু এটি কতোটা সফল হবে, তাতে সন্দেহ আছে।

ইরানকে চাপে রাখার জন্যে ট্রাম্প প্রশাসন ২০১৫ সালের পারমাণবিক চুক্তি অনুযায়ী যেসব নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল, তা আবার আরোপ করতে যাচ্ছে। তারা তেল রফতানি, শিপিং ও ব্যাংকগুলোকে এই নিষেধাজ্ঞার আওতায় রাখবে। যা তেল সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে ব্যবসা করতে কঠিন পরিবেশ সৃষ্টি করবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।