ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন বিমান হামলায় ১৫০ আইএস সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
মার্কিন বিমান হামলায় ১৫০ আইএস সদস্য নিহত মার্কিন যুদ্ধ বিমান। ছবি- সংগৃহীত

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ১৫০ সদস্য নিহত হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানায়।  

খবরে বলা হয়, শনিবার (২০ জানুয়ারি) সিরিয়ার গণতান্ত্রিক বাহিনীর সহায়তায় মার্কিন নেতৃত্বাধীন জোট পূর্ব সিরিয়ার আল সাফাহ শহরের কাছে আইএসের ঘাটি লক্ষ্য করে বিমান হামলা চালায়।

আন্দোলনের জন্য ওই স্থানে বহু সংখ্যক আইএস সদস্য জমায়েত হয়েছিল বলে জানা যায়।  

জোটের একজন মুখপাত্র রায়ান ডিলন সংবাদ মাধ্যমকে জানান, এক সপ্তাহেরও বেশি সময় ধরে একাধিক গোয়েন্দা বিভাগের নজরদারির পর এ হামলা চালানো হয়। সিরিয়ার গণতান্ত্রিক বাহিনী এক্ষেত্রে তথ্য দিয়ে সহযোগিতা করেছে।  

আফরিনে তুর্কি অভিযানের সঙ্গে আইএস বিরোধী জোট পরিচালনার কোনো সম্পর্ক নেই বলে জানায় মার্কিন সামরিক বাহিনী।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এমএসএ/এএটি/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।