ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

২০১৯ সালেই জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
২০১৯ সালেই জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর

ঢাকা: ২০১৯ সালের মধ্যেই জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরিত হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

সোমবার (২২ জানুয়ারি) ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

মাইক পেন্স বলেন, আমরা ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা শুরু করতে চাই।

দুই দেশ একমত হলে আমেরিকা সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এরআগে, নেসেটের স্পিকার ইউলি ইদেলস্টেইন পেন্সকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্বের যেকোন দেশের তুলনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিশ্বস্ত বন্ধু।

৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি। এই নিয়ে বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদ জারি রয়েছে। তবে ট্রাম্পের ঘোষণার পর অনুমিত সময়ের চেয়ে আগেই দূতাবাস স্থানান্তরের কথা জানালেন ভাইস প্রেসিডেন্ট পেন্স।

বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।