ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিল ইংলিশ নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
 বিল ইংলিশ নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর নতুন দায়িত্ব পেয়েছেন বিল ইংলিশ। এরআগে তিনি ন্যাশনাল পার্টির নির্বাচিত প্রতিনিধি হিসেবে অর্থমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

ঢাকা: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর নতুন দায়িত্ব পেয়েছেন বিল ইংলিশ। এরআগে তিনি ন্যাশনাল পার্টির নির্বাচিত প্রতিনিধি হিসেবে অর্থমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

সোমবার (১২ ডিসেম্বর) ওয়েলিনটনের সরকারি ভবনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

গত সপ্তাহে আকস্মিকভাবে জন কি দেশটির প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালে পদটি ফাঁকা হয়। এরপরই ন্যাশনাল পার্টির বৈঠকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিল ইংলিশের নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।