ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
জাপানে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ফাইল ফটো

জাপানে জাপানে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  

মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলীয় উপকূলের নোটো উপদ্বীপের কাছে স্থানীয় সময় রাত ১০টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি হয়।

১০ কিলোমিটার গভীরতায় সংঘটিত এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পে সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় সামান্য পরিবর্তন ঘটতে পারে। তবে বড় ধরনের কোনো ক্ষতির আশঙ্কা নেই।

পাশাপাশি জাপানের মন্ত্রিপরিষদ কার্যালয়ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, ‘এই ভূমিকম্প সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় সামান্য পরিবর্তন ঘটাতে পারে। তবে ক্ষতির আশঙ্কা নেই। ’

এ ছাড়া সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের পর নিকটবর্তী একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি।

জাপানে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। এটি একটি তীব্র ভূমিকম্পের ক্রিয়াকলাপ, যা দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত।

ভবনগুলো যেন শক্তিশালী ভূমিকম্প সহ্য করতে পারে তা নিশ্চিত করার উদ্দেশ্যে দেশটির কঠোর নির্মাণ বিধি রয়েছে। এছাড়াও বড় ঝাঁকুনির জন্য প্রস্তুত থাকতে সেখানে নিয়মিত জরুরি মহড়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।