ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঘন কুয়াশায় ভারতের হরিয়ানায় ৩০ দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ঘন কুয়াশায় ভারতের হরিয়ানায় ৩০ দুর্ঘটনা ছবি: সংগৃহীত

ঢাকা: শীত যাই যাই করলেও এখনও সুযোগ পেলেই জেঁকে বসছে ঘন কুয়াশা। কখনো যান চলাচলে বিঘ্ন ঘটিয়ে, কখনো নৌ-চলাচল বন্ধ করে নিজের অস্তিত্ব এখনও জানান দিয়ে যাচ্ছে মাঘ।



এরই ধারায় বুধবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে ভারতের হরিয়ানা যেন গায়ে চাপাল কুয়াশার পুরু চাদর। আর তাতেই মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এ এলাকায় ঘটে গেল অন্তত ৩০টি সড়ক দুর্ঘটনা।



স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হরিয়ানার গুরুত্বপূর্ণ মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

হাইওয়ে টহল পুলিশের কর্মকর্তা মনোজ কুমার স্থানীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রথমে একটি ট্রাক দুর্ঘটনার মুখে পড়ে। পরে অপর একটি যান একে আঘাত করে। এভাবে মাত্র কিছু সময়ের মধ্যে ৩০ থেকে ৪০টি গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে।

ঘন কুয়াশায় মাত্র কয়েক হাত দূরেই দৃষ্টি থেমে যাচ্ছিল বলেই এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মনোজ।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।