ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় ২ মাসে সোয়াইন ফ্লুতে ৩৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
রাশিয়ায় ২ মাসে সোয়াইন ফ্লুতে ৩৯ জনের মৃত্যু

ঢাকা: রাশিয়ায় সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে অর্ধেকেরই মৃত্যু হয়েছে গত এক সপ্তাহে।



স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

দেশটির দক্ষিণ‍াঞ্চলের শিল্পনগরী ভলগোগ্রাদের স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম রিয়া নভোস্তি জানায়, সেখানে ১১ জনের মৃত্যু হয়েছে। অন্তত ৫০টি স্কুলে সঙ্গরোধ বিষয়ক সতর্কতা (ফ্লু আক্রান্তদের সঙ্গে অন্যদের মেলামেশা বন্ধ) জারি করা হয়েছে।

এছাড়া, রাজধানী মস্কোতে একজন, রস্তোভে পাঁচজন, সেন্ট পিটার্সবার্গে পাঁচজন, দাগেস্তানে চারজন, ইয়েকাতেরিনবার্গ ও আদ্যিজিয়াতে দু’জন করে সোয়াইন ফ্লু আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। দেশের আরও বিভিন্ন অঞ্চল থেকে ৯ জনের মৃত্যুর খবর জানান কর্মকর্তারা।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরকে সতর্ক পদক্ষেপ নিতে বলেছে সরকার।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।