ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অপহৃত ২৭০ জনকে মুক্তি দিলো আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
অপহৃত ২৭০ জনকে মুক্তি দিলো আইএস ছবি: সংগৃহীত

ঢাকা: অপহৃত ৪শ’ জনের মধ্যে ২৭০ জনকে মঙ্গলবার মুক্তি দিয়েছে ইরাক ও সিরিয়াভিত্তিক আন্তর্জাতিক সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। মুক্তিপ্রাপ্তদের মধ্যে বেশির ভাগ নারী ও শিশু।



বুধবার (২০ জানুয়ারি) দি সিরিয়ান অবজারভেটোরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

গত সপ্তাহে সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর দেইর আল-জর এলাকায় হামলা চালিয়ে নারী-শিশুসহ প্রায় ৪শ’ বেসামরিক লোক অপহরণ করে আইএস।

অবজারভেটোরি সংস্থার প্রধান রামি আব্দুল রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য এখনও ১৪ থেকে ৫৫ বছর বয়সী পুরুষদের আটক রাখা হয়েছে।

দেইর আল-জর এলাকায় মঙ্গলবার অন্য একটি অভিযানে বিভিন্ন বাড়ি থেকে আরও ৫০ জনকে বন্দি করা হয়েছে বলেও জানায় সংস্থাটি।

বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।