ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার বিশেষ বাহিনীর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১০
ইন্দোনেশিয়ার বিশেষ বাহিনীর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা যুক্তরাষ্ট্রের

জাকার্তা: ইন্দোনেশিয়ার সঙ্গে ১২ বছর ধরে স্থগিত থাকা সামরিক সম্পর্ক পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস। বৃহস্পতিবার জাকার্তায় সফরকালে তিনি এ ঘোষণা দেন।



যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, “কোপাসুস (ইন্দোনেশিয়ার বিশেষ বাহিনী) এর সঙ্গে আমরা ধারাাবাহিক ও নির্দিষ্ট প্রক্রিয়ায় কাজ শুরু করবো। ” ১৯৯৮ সালে ওয়াশিংটন ইন্দোনেশিয়ার বিশেষ বাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলো।

ইন্দোনেশিয়ার বিশেষ বাহিনীকে প্রশিক্ষণ ও গোয়েন্দা সহায়তার কাজ শুরু করতে চায় যুক্তরাষ্ট্র। এটি সন্ত্রাসবিরোধী তৎপরতারই একটি অংশ।

এদিকে, কোপাসুসের বিরুদ্ধে পূর্ব তিমুরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রে কেউ কেউ ওই বাহিনীর বিরোধিতা করে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শৈশবের কিছু সময় ইন্দোনেশিয়ায় কেটেছে। মুসলিম বিশ্বে ও পূর্ব এশিয়ায় দেশটি গুরুত্বপুর্ণ হয়ে উঠছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।