ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১০

শ্রীনগর: ভারত শাসিত কাশ্মীরের একজন ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গী সেনাবাহিনীর সঙ্গে রাতভর গুলিবিনিময়ের সময় নিহত হয়েছেন। বুধবার সেনাবাহিনীর মুখপাত্র জেএস ব্রার বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানান।



শ্রীনগরের ৫০ কিলোমিটার উত্তরে এই গোলাগুলির ঘটনা ঘটে। এতে ওই জঙ্গী নেতা ও একজন সেনা সদস্য নিহত হন।

পাকিস্তানভিত্তিক হরকাতুল জিহাদ মুজাহেদিন ভারতের সরকারের  শাসনের বিরুদ্ধে লড়াই করছে। নিহত ওই জঙ্গী নেতার নাম নৌমান।

নৌমানের মৃত্যু কাশ্মিরের জঙ্গীদের জন্য একটি বড় ধাক্কা বলে জানান জেএস ব্রার।

১৯৮৯ সালে ভারতবিরোধী জঙ্গীদের তৎপরতা শুরুর পর থেকে কাশ্মীরে এ পর্যন্ত ৪৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। ২০০৪ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা শুরু হলে ওই অঞ্চলে সহিংসতা এখন কিছু মাত্রায় কমেছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ২১, ২০১০
এসআইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।