ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আর্জেন্টিনায় কনকনে শীতে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১০
আর্জেন্টিনায় কনকনে শীতে নিহত ৯

বুয়েনস এইরেস: আর্জেন্টিনায় কনকনে শীতে শরীরের তাপমাত্রা অস্বাভাবিক কমে গিয়ে নয় জন মারা গেছেন। সাম্প্রতিক দিনগুলোতে আর্জেন্টিনার উত্তরাঞ্চলে অস্বাভাবিক বরফ পড়ছে বলে রোববার বেসরকারি একটি সংগঠন জানিয়েছে ।



নিহতদের বেশির ভাগই রাজধানী বুয়েনস এইরেস এর রাস্তায় বাস করতেন বলে নাগরিক সংস্থা রেড সলিদারিয়া’র পরিচালক জুয়ান কার জানান।

আর্জেন্টিনার জাতীয় আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়, দেশটির মধ্যাঞ্চলে তাপমাত্রা কমে ১৪ ডিগ্রি মাইনাসে নেমে যায়। এর ফলে উত্তরের পুরো অঞ্চল ঠাণ্ডায় জমে গেছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।