ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০
কাবুলে আত্মঘাতী বোমা হামলায় আহত ৫

কাবুল: আফগানিস্তানে কাবুলের কেন্দ্রস্থলে এক আত্মঘাতী বোমা হামলায় রোববার পাঁচজন আহত হন। সরকারি এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানান।



স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিমারাই বাসারি বলেন, “সাইকেলে করে একজন আত্মঘাতী হামলাকারী এ হামলা চালায়। সে সুনির্দিষ্ট কোন একটি এলাকায় পৌছানোর চেষ্টা করছিল। কিন্তু কড়া নিরাপত্তার কারণে সে রাস্তাতেই বোমা বিস্ফোরণে বাধ্য হয়। বিস্ফোরণস্থলে বেশি লোকজন ছিল না। ”

কাবুলে একটি আন্তর্জাতিক সন্মেলন অনুষ্ঠিত হতে যাওয়ার মাত্র দুদিন আগে এ আত্মঘাতি বোমা হামলার ঘটনা যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ। এ সন্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন সহ ৪০টি দেশের মন্ত্রীরা অংশগ্রহণ করার কথা রয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪১৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।