ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দারফুরে সংঘর্ষে তিনশ বিদ্রোহী ও ৭৫ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০
দারফুরে সংঘর্ষে তিনশ বিদ্রোহী ও ৭৫ সেনা নিহত

খার্তুম: সুদানের দারফুরে সংঘর্ষে ৭৫ সেনা ও তিনশরও বেশি বিদ্রোহী নিহত হয়েছেন। দেশটির যুদ্ধবিধ্বস্ত পশ্চিমাঞ্চলের সেনা কমান্ডার আল-তায়িব মুসবাহ ওসমান শুক্রবার রাতে এ তথ্য জানান।



এ সময় জাস্টিস অ্যান্ড ইকুইটি মুভমেন্ট (জেইএম) নামের ওই বিদ্রোহী দলের ৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান। দেশটির সরকারি বার্তাসংস্থা সুনা’র একটি প্রতিবেদনে একথা জানা যায়।

মঙ্গরবার নতুন করে সংঘর্ষের ঘটনায় বিদ্রোহী জেইএম দলটির সদস্যরা সেনাদের ঘেরাওয়ের মধ্যে পড়ে। এর আগের দিন সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির এর বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) গণহত্যার অভিযোগ আনে।

২০০৯ সালে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের দায়ে বশিরের বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করে।

শনিবার যুক্তরাষ্ট্রের বিশেষ কূটনীতিক স্কট গ্রেটিওন খার্তুম অঞ্চলে গেছেন। সেখানে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের নেতাদের সঙ্গে তাঁর আলোচনায় বসার কথা রয়েছে। বিদ্রোহীদের সঙ্গে শান্তি প্রক্রিয়া নিয়েই তিনি আলোচনা বসবেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ০২৪০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।