ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনের ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১০
ফিলিপাইনের ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৮

ম্যানিলা: ফিলিপাইনে ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে পৌঁছেছে। মঙ্গলবারের এ ঝড়ের পর এখনও ৪৭ জন নিখোঁজ আছেন।

সরকারি সূত্রে শুক্রবার একথা জানা যায়।

৩৮ জনের মৃত্যুর বিষয়টি জাতীয় দুর্যোগ সম্বন্বয়কারী পরিষদের সর্বশেষ বুলেটিনে নিশ্চিত করা হয়েছে। যা আগে প্রকাশিত সংখ্যার চেয়ে আটজন বেশি।
এছাড়া আরও ৪৭ জনের নিখোঁজ হবার বিষয়টিও এ পরিষদ থেকে জানা গেছে।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দ্বীপপুঞ্জে মঙ্গলবার কনসন নামের ঝড়টি প্রথম আঘাত হানে। সারারাতের ঝড় ম্যানিলা ও লুজন দ্বীপকে লন্ডভন্ড করে দেয়। এসময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় একশ বিশ কিলোমিটার।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০:২০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।