ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আসামে কবিগুরুর স্মৃতিভবন ভেঙ্গে ফেলা হয়েছে

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, জুলাই ৮, ২০১০
আসামে কবিগুরুর স্মৃতিভবন ভেঙ্গে ফেলা হয়েছে

কলকাতা: আসামের শিলং শহরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ভবনটি ভেঙ্গে ফেলা হয়েছে। ভারতের পানিসম্পদমন্ত্রী ভিনসেস্ট পালার ভাই বুধবার ভবনটি ভেঙ্গে ফেলেন।



রবীন্দ্রনাথ শিলং শহরের লাইতুমখাড়া আপল্যান্ড রোডের ‘সিধলি হাউস’ নামের এ ভবনটিতে বসে ‘যোগাযোগ’ উপন্যাস এবং বেশ কয়েকটি কবিতাও লিখেছিলেন।

এপ্রসঙ্গে মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা বলেন, ‘ওখানে এমন কোনো ঐতিহাসিক ভবন আছে বলে আমার জানা নেই!’

ভবনটির মালিক ছিলেন রবীন্দ্রভক্ত ইতালিয়ান নাগরিক লুই যোসেফ দালিনগ্রাদ। পরে এটি কিনে নেন আসামের সিধলির রাজপরিবার। তারা কবিগুরুর স্মৃতি রক্ষা করেছিলেন। ভবনটিকে ফলক লাগিয়ে লিখে রাখা হয়েছিল কবির অবস্থানের কথা।

এসব জানা সত্ত্বেও ভবনটির বর্তমান মালিক পানিসম্পদমন্ত্রীর ভাই ফিলিপ পালা ভেঙে দিয়েছেন। এ ঘটনায় শিলংএ বসবাসরত বাঙালিরা ক্ষোভে প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।