ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মাওবাদী হুমকিতে জঙ্গলমহলে জনগণনা বন্ধ

রক্তিম দাশ কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, জুলাই ৭, ২০১০

কলকাতা: মাওবাদীদের হুমকিতে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলে ভারত সরকারের জনগণনা বন্ধ রাখতে বাধ্য হয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

কারণ জনগণনার কাজ করতে গিয়ে এরই মধ্যে মাওবাদীদের হাতে প্রাণ হারিয়েছেন স্কুলশিক দীপক মণ্ডল।



রাজ্যের স্বরাষ্ট্রসচিব সমর ঘোষ বলেন, ‘জনগণনারত সব সরকারি কর্মীকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ’

জনগণনা দপ্তরের পরিচালক দীপক ঘোষ বলেন, ‘রাজ্য সরকারের এই সিদ্ধান্তে ৫০ হাজার মানুষ জনগণনার আওতায় এলেন না। মূলত পিছিয়ে পড়া মানুষজন বাদ পড়লেন। এতে ভবিষ্যতে জঙ্গলমহলে আদিবাসীদের জন্য উন্নয়ন পরিকল্পনা তৈরিতে সমস্যা হবে। ’

তিনি জানান, জনগণনা শুরুর সময়ই জঙ্গলমহলের স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করা হয়েছিল। তখন স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়েছিল, মাওবাদী কিংবা জন সাধারণের কমিটির প থেকে কোনো বাধা আসবে না।

তবে মাওবাদীদের হামলায় মধ্যপ্রদেশের দান্তেওয়াড়ায় ৭৬ জন পুলিশ মারা যাওয়ার পরই পরিস্থিতি দ্রুত পাল্টে যায়।

এরপরই মাওবাদীরা জনগণনার কাজ বন্ধে হুমকি দেওয়া শুরু করে বলে জানান জনগণনা দপ্তরের কর্মকর্তারা।
 
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।