ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মোগাদিসুতে সেনা-জঙ্গি সংঘর্ষে ২৯ সোমালীয় নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০
মোগাদিসুতে সেনা-জঙ্গি সংঘর্ষে ২৯ সোমালীয় নিহত

মোগাদিসু: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সংঘটিত এক সংঘর্ষে অন্তত ২৯ জন সোমালীয় নাগরিক নিহত হয়েছেন। জঙ্গি ও সরকারি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলাকালে হতাহতের এ ঘটনা ঘটেছে।

দেশটির চিকিৎসকরা মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

সোমবার বিকালে সংঘর্ষ শুরু হয়ে তা সারা রাত চলে। আল-কায়েদার অনুসারি জঙ্গি দল শেবাব রাজধানীর বেশ কয়েকটি সেনা ব্যারাকে হামলা চালালে এ সংঘর্ষ শুরু হয়।  

মোগাদিসুর অ্যাম্বুলেন্স সেবার প্রধান আলী মুসা বার্তাসংস্থা এএফপিকে বলেন, “গতকাল পর্যন্ত নিহতের সংখ্যা ১১ জন থেকে বেড়ে ২৯ জনে পৌঁছেছে। এছাড়া পাশ্ববর্তী এলাকা থেকে আমাদের চিকিৎসা দল আহত আরও ৯৪ জনকে উদ্ধার করেছেন। ”

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।