ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েল ও তুরস্কের মন্ত্রিদের গোপন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, জুলাই ১, ২০১০
ইসরায়েল ও তুরস্কের মন্ত্রিদের গোপন বৈঠক

আনকারা: গোপনে বৈঠক করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতোগলু এবং ইসরায়েলি বাণিজ্যমন্ত্রী বেন ইলিজার। দুপক্ষের সম্পর্কের ক্ষেত্রে চলমান গভীর সংকট নিরসনের জন্য ইসরায়েলের অনুরোধে গত বুধবার এ বৈঠকের আয়োজন করা হয়।



আজ বৃহস্পতিবার তুরস্কের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান। তিনি আরো বলেন “এর আগেই আমরা ইসরায়েলের কাছে আমাদের প্রত্যাশাগুলি জানিয়ে একটি নোট পাঠিয়েছিলাম। বৈঠকে সেই প্রত্যাশাগুলিই আবার তোলা হয়। ”

উল্লেখ্য, গত ৩১ মে তুরস্কের ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি কমান্ডো হামলার ঘটনার পর দুদেশের মধ্যে এটাই প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠক। এঘটনার পর তুরস্ক ইসরায়েল থেকে তার রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় তিনটি পূর্বপরিকল্পিত সামরিক মহড়া বাতিল করে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩:২৭ ঘন্টা, ০১ জুলাই, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।