ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় জেলের জালে ১০ ফুট লম্বা কুমির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, জুলাই ১, ২০১০
অস্ট্রেলিয়ায় জেলের জালে ১০ ফুট লম্বা কুমির

সিডনি: অস্ট্রেলিয়ার এক জেলের জালে আটকা পড়েছে লোনা পানিতে বসবাস করা ১০ ফুট লম্বা একটি কুমির।

কেয়ার্ন্স শহরের উত্তরে জোয়েল পেজ্জুট্টি নামের ওই জেলে স্রোতবাহী নালায় মাছ ধরার জন্য জাল ফেলেন।

এ সময় কুমিরটি তার জালে লাফিয়ে পড়লে সেখানেই আটকে যায়। ধরাছোঁয়া দূরত্বের মধ্যেই কুমিরটি দাপাদাপি করতে থাকে।

বার্তাসংস্থা এএফপিকে পেজ্জুট্টি বলেন, ‘নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে আমি অনেক কুমির দেখেছি। কিন্তু এই ঘটনায় মুহূর্তের জন্য এটা আমার হৃৎকম্পন বন্ধ হয়েছিলো। ’

জেলে বলেন, ‘লোকে ভাবতে পারে মিথ্যা কথা বলছি এ জন্য আমি কুমিরের ছবি তোলার জন্য ক্যামেরা আনতে চলে যাই।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় প্রতি বছর লোনা পানির কুমিরের কবলে গড়ে দু’জনের মৃত্যু হয়। এসব কুমিরের অধিকাংশই ২৩ ফুট লম্বা এবং ওজন এক টনেরও বেশি হয়ে থাকে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।