ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফের মার্কিন আকাশে গুপ্তচর বেলুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
ফের মার্কিন আকাশে গুপ্তচর বেলুন

যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কার উপকূলের আকাশে একটি ‘গুপ্তচর বেলুন’ দেখা গেছে।

গতকাল শুকবার স্থানীয় কয়েকজন মৎস্যজীবী বেলুনটি দেখতে পান।

পরে তারা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (এফবিআই) বিষয়টি সম্পর্কে জানান। খবর নিউজ ডটকমের।

খবরে বলা হয়, মৎস্যজীবীরা বেলুনটিকে দেখতে পেয়ে ছবি তোলেন। পরে এফবিআই কর্মকর্তাদের কাছে পাঠান। সাদা রঙের বস্তুটি আসলেই গুপ্তচর বেলনু কিনা, সেটি সম্পর্কে নিশ্চিত নন বলেও জানান ওই মাছ শিকারিরা।

এফবিআই জানিয়েছে, ছবি দেখে পরীক্ষার পর তারা নিশ্চিত যে আলাস্কার উপকূলের আকাশে দেখতে পাওয়া বস্তুটি গুপ্তচর বেলুন। কারণ, ২০২৩ সালের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আকাশে যে বেলুন দেখা গিয়েছিল সেটির সঙ্গে আলাস্কায় দেখতে পাওয়া বস্তুটি প্রায় একইরকম। তারা এও জানায়, বেলুনটি চীন পাঠিয়েছে এ ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য তাদের কাছে নেই।

বিষয়টি সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে জানানো হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে দ্রুত তম সময়ের মধ্যে বেলুনটি ধ্বংস করে সেটির অবশিষ্টাংশ এফবিআই ল্যাবে পাঠানোর অনুরোধও করেছে সংস্থাটি।

এদিকে, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ন্যাশনাল আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) এক বিবৃতিতে জানিয়েছে, তারা বেলুনটিকে পরীক্ষা করেছেন। বস্তুটিকে গুপ্তচর বেলুন মনে হয়নি। কেউ হয়ত শখের বসে বেলুনটি উড়িয়েছে।

গত সপ্তাহে আলাস্কার আকাশে আরেকটি গুপ্তচর বেলুন দেখা যায়। মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমান সেটিকে ধ্বংস করে। বেলুনটি কোথা থেকে এসেছিল, সে ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।