ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবে হত্যার দায়ে ৪ প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
সৌদি আরবে হত্যার দায়ে ৪ প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর 

এক সুদানি নাগরিককে হাত-পা বেঁধে নির্যতনের পর ছুরিকাঘাতে হত্যার দায়ে চার ইথিওপিয়ান প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব।  

বুধবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, রায় আপিল ও সুপ্রিম কোর্টে বহাল ছিল। পরে রাজকীয় আদেশে রায় চূড়ান্ত করা হয়। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে এ রায় কার্যকর করা হয়।

সৌদি আরব হত্যা ও সন্ত্রাসী হামলার পাশাপাশি মাদক চোরাচালান ও পাচারের ক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড প্রয়োগ করে।

গত ডিসেম্বরে সৌদি আরবে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আদালতের চূড়ান্ত রায়ে এক ব্যক্তিকে মুখে কীটনাশক স্প্রে করে হত্যা করার দায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে আর্থিক বিরোধে জেরে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

হত্যাকাণ্ডের পর লাশ দাফন করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ওই দুই প্রবাসী। তবে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যানুসারে, ২০২৩ সালে দেশটিতে কমপক্ষে ১৭২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০২২ সালে ১৯৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের মধ্যে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা একদিনে, যা গত ৩০ বছরে দেশে সর্বোচ্চ।

সূত্র: ওয়ার্ল্ড গালফ

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।