ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে গির্জায় আগুন দেওয়ার পর শতাধিক ব্যক্তি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
পাকিস্তানে গির্জায় আগুন দেওয়ার পর শতাধিক ব্যক্তি গ্রেপ্তার

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় একটি শহরে গির্জায় আগুন দেওয়া এবং বাড়িঘরে তাণ্ডব চালানো ঘিরে শতাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।  

দুই খ্রিস্টান ব্যক্তি কোরআনের পাতা ছিঁড়েছেন, এমন দাবিতে জারানওয়ালায় সহিংসতা ছড়িয়ে পড়ে।

সহিংসতার একদিন পর বৃহস্পতিবার ঐতিহাসিক স্যালভেশন আর্মি চার্চটি জ্বলছে।  

নগরীতে উত্তেজনা বিরাজ করায় ধ্বংসাবশেষ কাঁটাতার দিয়ে ঘিরে রাখা হয়েছে।

জারানওয়ালাসহ ফয়সালাবাদ জেলায় জনসমাগমও সাত দিনের জন্য সীমাবদ্ধ করা হয়েছে।

ইসলামের পবিত্র গ্রন্থ কুরআনের ক্ষতি করার দায়ে অভিযুক্ত দুই ব্যক্তিকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছে, যা পাকিস্তানে মৃত্যুদণ্ডযোগ্য।  

স্থানীয় এক কর্মকর্তা বিবিসি উর্দুকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং শহরে কোরআন অবমাননার খবর ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ বুধবার ভোরে বিক্ষোভ ও আগুনের বিষয়ে কল পেয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।