ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ করার আহ্বান রুশ মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, মে ৩, ২০২৩
ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ করার আহ্বান রুশ মন্ত্রীর

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

স্থানীয় সময় মঙ্গলবার (২ মে) শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

এসময় মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্যাকটিক্যাল মিসাইল কর্পোরেশন তাদের চুক্তি সময়মতো পূরণ করছে।

অস্ত্র উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে তিনি শোইগু বলেন, ‘এই মুহূর্তে সবচেয়ে কম সময়ের মধ্যে উচ্চ-নির্ভুল অস্ত্রের উৎপাদন দ্বিগুণ করা প্রয়োজন। ’

রুশ প্রতিরক্ষামন্ত্রীর এমন বক্তব্যের জেরে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বুধবার (৩ মে) বলেছে, শোইগুর এমন বক্তব্য এমন বার্তা দেয় যে তার মন্ত্রণালয় রাশিয়ান বাহিনীকে পর্যাপ্ত পরিমাণে গোলাবারুদ সরবরাহ করতে পারেনি। যার কারণে তারা ইউক্রেনে পাল্টা আক্রমণে সক্রিয়তা দেখাতে পারেনি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে যে, ‘ইউক্রেনে রুশ অভিযানের কেন্দ্রস্থলে রসদ সমস্যা রয়ে গেছে। ’

মন্ত্রণালয় বলছে, ‘আক্রমণে সাফল্য অর্জনের জন্য রাশিয়ার কাছে পর্যাপ্ত যুদ্ধাস্ত্র নেই’।

‘রাশিয়া তার প্রতিরক্ষা শিল্পকে একত্রিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলেছে। কিন্তু এটি এখনও যুদ্ধকালীন চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।