ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রুশ গ্রামে ইউক্রেনের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’, অভিযোগ পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
রুশ গ্রামে ইউক্রেনের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’, অভিযোগ পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ তুলে বলেছেন, ইউক্রেনের একটি নাশকতাকারী গোষ্ঠী রাশিয়ার সীমান্ত অঞ্চলে প্রবেশ করেছে। এসময় তারা বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালায়।

বৃহস্পতিবারের (২ মার্চ) এই ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেছেন পুতিন। যদিও কিয়েভ এই অভিযোগ অস্বীকার করেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আজ তারা আরেকটি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে। তারা আমাদের সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করেছে এবং বেসামরিকদের ওপর গুলি চালিয়েছে। ’

তিনি বলেন, ‘তারা দেখেছিল যে এটি একটি বেসামরিক গাড়ি। এতে বেসামরিক নাগরিক ও শিশুরা বসে আছে। সেখানে তারা গুলি চালাচ্ছে। ’

‘ঠিক এই ধরনের লোকেরাই নিজেদেরকে ঐতিহাসিক স্মৃতি থেকে বঞ্চিত করার কাজটি নির্ধারণ করেছে। তারা কিছুই অর্জন করতে পারবে না’- তিনি যোগ করেন।

এদিকে হামলার প্রসঙ্গে ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর বলেছেন, ‘ইউক্রেন থেকে আসা নাশকতাকারীরা সীমান্ত গ্রাম লিউবেচানে একটি বেসামরিক গাড়িতে গুলি চালিয়েছিল। এ ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে ১০ বছরের এক শিশু।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।